১৭ জানুয়ারি, ২০২২ ১৫:০৯

শাবিপ্রবির আন্দোলনে সংহতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাবিপ্রবির আন্দোলনে সংহতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পুলিশি হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। 

আজ সোমবার বেলা ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদী এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, যেকোনো যৌক্তিক আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। পুলিশ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ভিসি তার পদে থাকার নীতিগত অধিকার হারিয়েছেন। 

এছাড়াও এই কর্মসূচি থেকে শাবিপ্রবির শিক্ষার্থীদের সকল দাবির প্রতি পূর্ণ সমর্থন এবং অবিলম্বে শাবিপ্রবির প্রক্টরিয়াল বডি, ভিসির পদত্যাগ দাবি করেছেন উপস্থিত ছাত্রসমাজ।


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর