২৬ জানুয়ারি, ২০২২ ২৩:২০

সরকারের উচ্চমহল থেকে বলেছেন দাবি-দাওয়া মেনে নেবেন : জাফর ইকবাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সরকারের উচ্চমহল থেকে বলেছেন দাবি-দাওয়া মেনে নেবেন : জাফর ইকবাল

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের ব্যাপারে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘সরকারের উচ্চমহলের প্রতিনিধি দল যখন বলেছেন দাবি-দাওয়া মেনে নেবেন, এর মধ্যে কিন্তু এই দাবিটাও পড়েছে। সরকারের হয়তো টেকনিক্যাল ব্যাপার থাকে, রাজনৈতিক ব্যাপার থাকে- সেটার জন্য হয়তো তাদের একটা প্রসেস থাকে।’

তিনি বলেন, ‘গোপালগঞ্জের ভাইস চ্যান্সেলরকে তারা একভাবে সরিয়েছে, অন্য ভাইস চ্যান্সেলরকে অন্যভাবে সরিয়েছে। কাজেই সেটা তাদের ব্যাপার। আমার প্রাইমারি কনসার্ন ছিল, আমি শিক্ষার্থীদের অনশন থেকে ফেরাব।’

বুধবার সকালে উপাচার্য ভবনের সামনে ২৮ জন অনশনকারীর অনশন ভাঙার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় জাফর ইকবাল সরকারের উচ্চমহলের প্রতিনিধি দলের ব্যাপারে বলেন, ‘আপনারা আমার কাছে এসেছেন, আমি আপনাদের কাছে যাই নাই। যেহেতু আপনারা অনুরোধ করেছেন, আমরা শিক্ষার্থীদের সব দাবি মেনে নেব, আপনি গিয়ে এই ছেলেমেয়েদের অনশনের হাত থেকে রক্ষা করেন। আমি সেই দায়িত্ব পালন করেছি।’ 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর