প্রাতিষ্ঠানিক ইমেইলসহ ৭ দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে স্মারকলিপি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টায় এ স্মারকলিপি দেন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহে শিক্ষার্থীবান্ধব (নামমাত্র) প্রত্যয়নপত্র ফি নির্ধারণ করতে হবে, অনতিবিলম্বে প্রাতিষ্ঠানিক ইমেইল প্রদানে কার্যকরী উদ্যোগ নিতে হবে, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেইজ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, ক্যাম্পাসে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করতে হবে এবং সর্বোচ্চ গতিসীমা ১৫ কি.মি/ঘণ্টা নির্ধারণ করতে হবে।
এছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ সীমিত করতে হবে, সম্প্রতি পত্রিকায় প্রকাশিত ক্যাম্পাসে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ সংক্রান্ত প্রতিবেদনসমূহের তদন্তপূর্বক জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে, ক্যাম্পাসে নির্মাণাধীন অবকাঠামোসমূহে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে উন্নয়ন পরিকল্পনা সম্পন্ন করতে হবে এবং অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত কুষ্টিয়া-খুলনা মহাসড়কের উভয় পাশে স্পিড ব্রেকার স্থাপন করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, তাদের দাবিসমূহ যৌক্তিক। আমি আজকেই এগুলো বাস্তবায়নের জন্য নির্দেশনা দেব।
বিডি প্রতিদিন/এমআই