২০২০-২১ সেশনের এক কর্মীকে র্যাগ দেওয়া নিয়ে সংঘর্ষ হয়েূছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে এই সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন। আ জ ম নাছির সমর্থিত ছাত্রলীগের উপগ্রুপ এপিটাফ ও সিক্সটি নাইনের মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সিক্সটি নাইন গ্রুপের ২০২০-২১ সেশনের এক কর্মীকে আটক করে র্যাগ দেয় এপিটাপ গ্রুপ। এরই জেরে সংঘর্ষ হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পাঁচজন আহত হয়েছে। পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করেছে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ