সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শহিদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসের দখল ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এই সংঘর্ষ হয়।
জানা গেছে, শহীদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসে বুধবার রাতে শিবির নেতাকর্মীরা অবস্থান নেন। তারা আধিপত্য বিস্তার করেন এবং ছাত্রাবাসের ভেতর শক্তিবৃদ্ধি করেন। তখন ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে পুলিশের ছাত্রাবাস তল্লাশির কথা রয়েছে। রাত পৌনে ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রাবাস দখল নিয়ে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। ছাত্রাবাস এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ছাত্রাবাস এলাকায় ছাত্রলীগ ও শিবিরের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ