গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার সঙ্গে জাড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ডের (সিআরসি) আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ‘আমার বোন ধর্ষিত কেন?’, ‘সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘শিক্ষার্থী সকল এক হও, ধর্ষকদের রুখে দাও’, ‘ধর্ষকদের ফাঁসি চাই’, সহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিআরসির সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল মন্ডল। এদিকে তাদের দাবির সঙ্গে একমত পোষণ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মস্থানে গণধষর্ণের ঘটনা মোটেও কাম্য নয়। যারা এই ঘৃণ্য কাজের সঙ্গে জড়িতদের এবং এ ঘটনার প্রতিবাদে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানাই। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন