ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২০২২ সালের স্প্রিং সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার মোহাম্মদপুরে অবস্থিত ইউল্যাবের ক্যাম্পাসে আয়োজন করা হয়। স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন কার্যালয়ের আয়োজনে ইউল্যাব সাংস্কৃতিক সংসদ অনুষ্ঠানটি শুরু করে ইউল্যাবের থিম সং দিয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) প্রতিষ্ঠাতা ও সভাপতি এজাজ আহমেদ। জীবন-ঘনিষ্ঠ দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনের শুরু থেকে অনুশীলন করা প্রয়োজন।
এসময় ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ বলেন, বর্তমানে ছাত্র হিসেবে যেসব কর্মক্ষেত্রের জন্য নিজেকে প্রস্তুত করছো তা ভবিষ্যতে আর হয়তো দেখা যাবে না। হতে পারে সম্পূর্ণ নতুন ধরনের কাজের ক্ষেত্র তৈরি হবে যা এখন আমরা কল্পনা করতে পারছি না। তাই জীবনে শিক্ষা নেওয়ার জন্য শিক্ষার্থীদের একটি মানসিক ক্ষুধা তৈরি হওয়া দরকার। এটিই লিবারেল আর্টস শিক্ষার মূল বক্তব্য।
ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা স্বাগত বক্তব্যে বলেন, লিবারেল আর্টস শিক্ষা, মুক্তচিন্তা, সমালোচনামূলক মানসিকতা ও সৃজনশীলতার অনুশীলনের ওপর জোর দিতে হবে। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান নবীনদের উদ্দেশে একটি সংক্ষিপ্ত অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও অন্যান্য সিনিয়র শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন।
ইউল্যাবের স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশন অফিসের আয়োজনে অনুষ্ঠানটি শুরু ইউল্যাবের থিম সং দিয়ে যেটি পরিবেশন করে ইউল্যাব সাংস্কৃতিক সংসদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউল্যাবের ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও নবাগত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদনি/শফিক