খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীরা টায়ারে আগুন জ্বালিয়ে শ্লোগান দিতে থাকেন।
জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান হোসেন প্রায় আট মাস যাবৎ পশ্চিম বানিয়াখামার পুকুরপাড় এলাকার ‘আলহামদুলিল্লাহ’ নামের বাড়িতে ভাড়া থাকেন। বাড়ির মালিক শরীফ হাসান লেলিন বাড়ির একটি মিটার নষ্ট হওয়ার ঘটনায় ওই শিক্ষার্থীর সাথে দু’দফায় খারাপ আচরণ করেন। শনিবার সন্ধ্যায় শিক্ষার্থীরা বিষয়টি জানতে এলে তাদের সাথেও বাড়ির মালিক দুর্ব্যবহার করেন।
পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে ওই বাড়ি ও সামনের সড়কে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তাদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন।
এসময় শিক্ষার্থীরা দাবি জানান, বাড়ির মালিককে ঘটনাস্থলে এসে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তারা অবরোধ প্রত্যাহার করবেন না। তবে রাত ১২টার দিকে পরবর্তী সময়ে প্রতিবাদ কর্মসূচি দেওয়ার কথা জানিয়ে শিক্ষার্থীরা ফিরে যান।
বিডি প্রতিদিন/এমআই