চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকা তিন জোড়া শাটল ট্রেন চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।
রবিবার দেড়টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে তালা লাগিয়ে দিয়ে অবস্থান নেয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারে বারে আশ্বাস দিলেও রেলওয়ে কর্তৃপক্ষের দুর্বলতার কারণে চালু হয়নি শাটল। ফলে চরম ভোগান্তিতে যাতায়াত করছে শিক্ষার্থীরা। গত ২৬ জানুয়ারি থেকে মাইলেজ ইস্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচল করা সাত জোড়া ট্রেনের মধ্যে তিন জোড়া শাটল ট্রেন অনির্দিষ্টকালের জন্য না চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে ২৬ জানুয়ারি থেকে বন্ধ ১৩১ / ১৩২, ১৩৫ / ১৩৮ ও ১৪১ / ১৪২ নম্বরধারী তিন জোড়া শাটল ট্রেন।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের সীমাবদ্ধতা এর জন্য দায়ী। তাই তিনি বিকল্প ব্যবস্থা হিসেবে দুটি বাস চালুর কথা জানিয়েছেন।