হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের নামফলক স্থাপন করা হয়েছে। আজ সকালে এই নামফলক স্থাপন করেন সংসদ সদস্য মো. আবু জাহির ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত।
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আবু জাহির।
উপাচার্য অধ্যাপক আবদুল বাসেত বলেন, স্বল্প পরিসরে অনানুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের নামফলক স্থাপন করা হল। পরে ব্যাপক পরিসরে আনুষ্ঠানিকভাবে এর আয়োজন করা হবে। তিনি জানান, ২০২১-২০২২ শিক্ষাবর্ষ হতে তিনটি অনুষদের অধীনে (কৃষি, মাৎস্য, ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স) শিক্ষার্থী ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
নামফলক স্থাপনকালে আরও উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ড. তরিকুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ