‘জ্ঞানের আলোয় চেতনার জাগরণ’ শ্লোগানকে সামনে রেখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে বন্ধুসভা আয়োজিত ‘অমর একুশে বইমেলা’।
সোমবার বইমেলার উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। আগামী ২ মার্চ পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উক্ত বইমেলা চলবে।
সকাল ১০টায় হাবিপ্রবির টিএসসির নিচ তলায় তিন দিনব্যাপী বইমেলা উদ্বোধনকালে বক্তব্য রাখেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম কামরুজ্জামান, ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই