রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামের ব্যাডমিন্টন কোর্টে মঙ্গলবার (১ মার্চ) রাত সাড়ে ৮টায় এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাব এবং রানার্সআপ হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট ক্লাব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি এই টুর্নামেন্টের আয়োজন করেছেন।
গত ২২ ফেব্রুয়রি শুরু হওয়া এই টুর্নামেন্ট পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল (১ মার্চ) ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদ শুভ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহম্মদ যাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, ছাত্র উপদেষ্টা মো তারেক নূর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একজন অভিভাবক হিসেবে ছাত্রদের সব সময় সমর্থন করি। আজ শিক্ষক ও ছাত্রদের মধ্যে ফাইনাল হয়েছে। এখানে আমি ছাত্রদের দিকেই ছিলাম। একটি চমৎকার খেলা উপভোগ করেছি। ব্যাডমিন্টনের জয় হয়েছে। খেলাধুলার পাশাপাশি ছাত্রদের লেখাপড়া এগিয়ে নিতে হবে। তবে কিছু কিছু জায়গায় আমাদের ঘাটতি আছে। তা মাথায় রেখেই আমাদের সামনে যেতে হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও ক্রিয়াশীল, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সাংবাদিক সংগঠনের মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছেন এই টুর্নামেন্টে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ