মোবাইল ফোন ছিনতাইকারীকে ধাওয়া দিতে গিয়ে ছিনতাইকারীর ছুরির আঘাত আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বুধবার বিকালে রাজধানীর সিটি কলেজের সামনে এই ঘটনা ঘটে। আহত মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র।
তার সহপাঠী নূর হোসেন জুয়েল জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনকারী হেমন্ত বাসের জানালা দিয়ে দুই ছিনতাইকারী এক ছাত্রীর ফোন ছিনতাইয়ের চেষ্টা করেছিল। জানালা দিয়ে মোবাইল টান দিলে ওই ছাত্রী চিৎকার দেয়। এ সময় মাহবুবসহ কয়েকজন ছিনতাইকারীদের ধরতে গেলে একজন ছুরি দিয়ে মাহবুবের মাথায় আঘাত করে। তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মাহবুব নামে আমাদের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছিল। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানতে পেরেছি। মাহবুব এখন আশঙ্কামুক্ত। ক’জন সহকারী প্রক্টর বিষয়টির দেখভাল করছেন।
তিনি আরও বলেন, ছিনতাইকারীকেও আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে শাহবাগ থানাকে অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর