৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। দিবসটি উপলক্ষে হলসূমহে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো, মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা এবং ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ই মার্চ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের হলসমূহে সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো হবে। এরপর সকাল ১০টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন ভাইস চ্যান্সেলর উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এসময় তার সঙ্গে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।
পরে সকাল সাড়ে ১০টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনে আলোচনা সভা এবং বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের স্কুল শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘৭ মার্চ ঐতিহাসিক ভাষণ’ শিরোনামে প্রতিযোগিত অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে এসব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বলা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ