গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।
জানা গেছে, মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা আলোচনা করে চাকরি বিধি ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের পরিপত্র অনুসারে কর্মরত শিক্ষকদের মধ্যে সবচেয়ে সিনিয়র মো. আবুল কালাম আজাদকে এ দায়িত্ব প্রদান করেন।
উল্লেখ্য, ১৯৮১ সালে যাত্রা শুরু করা মাদ্রাসাটির প্রতিষ্ঠালগ্ন থেকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা মো. আব্দুল মতিন। তিনি বেসরকারি চাকরি বিধি অনুযায়ী চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন।
উল্লেখ্য, মো. আবুল কালাম আজাদ ১৯৯৭ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ অনার্স ও ১৯৯৮ সালে এমএ ডিগ্রি অর্জন করেন।