চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নিয়োগ বোর্ডের সুপারিশ বাতিল করেছে সিন্ডিকেট। সম্প্রতি ৫টি অডিও ফাঁস হওয়ায় সমালোচিত হয় নিয়োগ প্রক্রিয়াটি। তবে উপাচার্য এটিকে ষড়যন্ত্র বলেছেন।
শনিবার বিকেলে চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে এটি বাতিল করা হয়। পরে সাংবাদিক সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
চবি ফারসি ভাষা ও সাহিত্যে বিভাগের শিক্ষক নিয়োগে অর্থ লেনদেনের অডিও ফাঁস হওয়াকে কেন্দ্র করে তৈরি হয় সমালোচনা। স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সততার স্বার্থে নিয়োগ বোর্ডের এ সুপারিশ সিন্ডিকেটের ৫৩৭ নম্বর সভায় রেফার্ড-ব্যাক করার মধ্য দিয়ে বাতিল করা হয়েছে।
এছাড়াও অডিও সংক্রান্ত ঘটনায় জড়িতদের শনাক্ত করতে প্রফেসর এ কে এম মাইনুল হক মিয়াজীকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এসময় উপাচার্য বলেন, কেউ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এগুলো করছে। যারা আমার বিশ্ববিদ্যালয়কে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বচ্ছতা এবং সততার স্বার্থে সিন্ডিকেটে এ নিয়োগ সুপারিশ বাতিল করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই