অনতিবিলম্বে সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম না কমালে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে তুমুল আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আয়োজিত এক মানববন্ধনে এই হুশিয়ারি দেয় সংগঠনটির নেতাকর্মীরা। এর আগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মন্ডলের মোড় থেকে ক্যাম্পাসের প্রধান ফটক অভিমুখে এক বিক্ষোভ কর্মসূচি করেন তারা।
বিক্ষোভ শেষে আয়োজিত মানববন্ধনে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের সঞ্চালনায় আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, সরকারকে অনতিবিলম্বে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার আওতায় আনতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য মানুষ আজ দিশেহারা, সাধারণ মানুষের আজ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ নাগালের বাইরে চলে গেছে। যদি সরকার অনতিবিলম্বে দ্রব্যমূল্য না কমায় তাহলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাসে তুমুল আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় অন্যদের মধ্যে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদ আলি, যুগ্ম আহবায়ক সর্দার জহুরুল, মেহেদী হাসান খান, শফিকুল ইসলাম, বুলবুল রহমান, আহসান হাবীব, মাহমুদুল মিঠু, জহিরুল ইসলাম, সম্রাট আব্দুল লতিব, মারুফ হোসেন, এম এ তাহের, আহবায়ক সদস্য ফারুক হোসেন, আতিক শাহরিয়ার আবির, নাফিউল ইসলাম জীবন, সৌমেন রায়, তুষার শেখ, আবু জুয়েল, রাসেল রানাসহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল