পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ব্যবসা প্রশাসন অনুষদের নতুন ডিনের দায়িত্ব পেলেন অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল বাশার খান। গত শনিবার ব্যবসা প্রশাসন অনুষদের ডিন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
অধ্যাপক বদিউজ্জামাল এর সভাপতিত্বে সদ্য বিদায়ী ডিন অধ্যাপক মো. জাকির হোসেনের নিকট থেকে অধ্যাপক আবুল বাশার খান দায়িত্ব গ্রহণ করেন। এসময় অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ফুল দিয়ে নতুন ডিনকে ফুল দিয়ে বরণ করেন।
নতুন ডিন অধ্যাপক আবুল বাশার খান বলেন, সকল শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহণে শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন, অনুষদ থেকে জার্নাল প্রকাশ, ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়ন, শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি, ল্যাংগুয়েজ কাম আইটি ল্যাবের উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। এছাড়াও ক্রীড়া ও সংস্কৃতিসহ সকল সহশিক্ষা কার্যক্রমের উন্নয়ন, এ্যালামনাইদের যুক্ত করে অনুষদের সকল শিক্ষক শিক্ষার্থীর তথ্য এ্যাপস তৈরিসহ অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ সমূহ বাস্তবায়ন করবো।
বিডি প্রতিদিন/ফারজানা/শিমুল