ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিভাগ নিজ উদ্যোগে নানা আয়োজনে তাদের বরণ করে নেয়। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে ক্যাম্পাস।
সোমবার সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিজস্ব আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুল, কলম, মিষ্টি, খাবার ও উপহার দিয়ে বরণ করে নেন। বিভিন্ন বিভাগের সামনে আলপনা একে নতুনদের স্বাগত জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ, আল-কুরআন, ট্যুরিজম, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিভাগসহ বিভিন্ন বিভাগে নাবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠান উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন পরিদর্শন করেন এবং নতুন শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা নবীন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে পরিচয় হচ্ছেন। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভাগের বড় ভাই-বোনরা পরিচিত হচ্ছেন তাদের সাথে। খুনসুটি আর আড্ডায় মেতে ওঠছেন এসব শিক্ষার্থীরা।
বিভাগের বড় ভাই-বোনরা বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে নবীনদের পরামর্শ দেন। এছাড়া বিভাগীয় শিক্ষকরা সময়টা কাজে লাগিয়ে সফল হওয়ার উপায় সম্পর্কে অবগত করেন তাদের।
বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী সারমিন আক্তার বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের স্বপ্নের ইংরেজি বিভাগের প্রথম দিনের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি বড় হয়ে দেশ ও রাষ্ট্রের জন্য কাজ করতে চাই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘নতুন শিক্ষার্থীদের পদচারণায় খালি বাগানটা আজ ফুলে ফলে পরিপূর্ণ হলো। স্বপ্ন পূরণে তাদের পথচলা শুরু। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে এবং স্বপ্নের সমান বড় হয়ে দেশ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করবে এসব শিক্ষার্থীরা।’
বিডি প্রতিদিন/এমআই