বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গত ১৭ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।
তখন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিয়ের সাল, মা-বাবার নামের উচ্চারণ, ভাইবোনের সংখ্যা নিয়ে বেশকিছু ভুল তথ্যে বক্তব্য দেন। তার সেই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়ে তিনি তার বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন।
হাবিবুর রহমান লিটন সংবাদমাধ্যমকে বলেন, ‘ওইদিন বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে অনেক আওয়াজ আসছিল; তখন আমি ভুল বলে ফেলেছি। পেছন থেকে একেকজন ভিন্ন ভিন্ন তারিখ বলছিল। এতে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়েছিল।’
এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে গত ১৭ মার্চ আয়োজিত আলোচনায় আমার বক্তব্যে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি থাকায় আমার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীর কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ