জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জুনিয়র এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ চার শিক্ষার্থীর হলের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয়ের শৃংখলা কমিটি। সিদ্ধান্তে আরো বলা হয়, র্যাগিংয়ের শিকার শিক্ষার্থী সাগর চন্দ্র দের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার অভিযুক্ত শিক্ষার্থী সৌমিক জাহানের পরিবারকে বহন করবে।
এমন সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সোমবার বিকালে প্রভোষ্টের কক্ষে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা।
এসময় আন্দোলনকারীরা বলেন, প্রভোষ্ট তার নিজস্ব স্বার্থ হাসিলের জন্যই নির্দোষ শিক্ষার্থীদেরকে জড়িয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এ ধরনের পক্ষপাতিত্ব সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার ও হল প্রভোষ্ট পদত্যাগ না করা পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের বৃহৎ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
অগ্নিবীণা হলের প্রভোস্ট কল্যাণাংশু নাহা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগর চন্দ্রকে নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্টতার অপরাধে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও চার শিক্ষার্থীর হলের সিট বাতিলসহ তিন শিক্ষার্থীকে সতর্কীকরণ নোটিশ প্রদান করার সিদ্ধান্ত দিয়েছে শৃংখলা কমিটি।
প্রসঙ্গত, গত ১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ২০৪ নং কক্ষে সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাগর চন্দ্র দে নামে এক শিক্ষার্থীকে রুলিং চেয়ারে ঘুরিয়ে নির্যাতন করে একই রুমে থাকা চারুকলা বিভাগের সিনিয়র শিক্ষার্থী সৌমিক জাহান। পরে আহত শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সহপাঠীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন