হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের যৌথ উদ্যোগে “আইটি ক্যারিয়ার: দি চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস” বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২এ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মো. মেহেদী ইসলাম।
ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস এর পরিচালক ড. এন এইচ এম রুবেল মজুমদার-এর সভাপতিত্বে সেমিনারে কিনোট স্পিকার ছিলেন রাইসআপ ল্যাব এর সিইও এরশাদুল হক, স্পিকার ছিলেন সফট অ্যান্ড ফাউন্ডার, বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর সিইও আরিফুল হাসান তপু, টেক টেরিয়ান আইটি লিমিটেড এর পরিচালক আনিসুল হক, স্কিল ইউনিভার্সিটি’র ফাউন্ডার অ্যান্ড সিইও রাইসুল কবির।
সেমিনার সঞ্চালনা করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০০৯ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়-এর দিক নির্দেশনায় বাংলাদেশ আজ বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পাঠ্যপুস্তকের পড়াশুনার পাশাপাশি তোমাদেরকে দক্ষ প্রযুক্তিবিদ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। আইটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার আয়োজন করায় আমি ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস এবং কম্পিটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদসহ সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানকে ধন্যবাদ জানাই।
উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষাথীরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন