জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। ১৭ মার্চ দুপুরে আইইউবি’র উপাচার্য তানভীর হাসানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি দল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
দিনটিকে ঘিরে আইইউবি ক্যাম্পাসেও ছিলো নানা আয়োজন। শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জলসিড়ি, রূপগঞ্জ; এবং প্রয়াস ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন-এর প্রায় ৪০০ শিক্ষার্থী আইইউবি মিলনায়তনে কেক কেটে জাতির পিতার জন্মদিন উদযাপন করে। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আইইউবি’র রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মোঃ আনোয়ারুল ইসলাম এবং লাইব্রেরিয়ান মোহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরী। আইইউবি'র উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান এই অনুষ্ঠানের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে উপহার বিতরণ করেন।
ক্যাম্পাসের মূল ফটকের সামনে স্থাপিত জায়ান্ট স্ক্রিনে দিনভর প্রদর্শিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর তৈরি ভিডিওচিত্র। ওই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আগত অতিথিরা আইইউবি ক্যাম্পাস এবং গ্রন্থাগারে স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার পরিদর্শন করে। আইইউবি গ্রন্থাগারের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারটিও দিনভর সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিলো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ