পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজসমূহের ৭১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি। বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সুপারিশ করা হয় বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
তিনি জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এছাড়াও সভায় মাস্টারদা সূর্যসেন হলে শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সিফাত উল্লাহকে হল থেকে আজীবন ও বিশ্ববিদ্যালয় থেকে পুনরায় আরও এক বছর বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি।
উল্লেখ্য, ২০১৮ সালের জুলাইয়ে এক নারী শিক্ষার্থী মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার হয়েছিলেন সিফাত উল্লাহ। বহিস্কারাদেশ পরে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় তাকে হল থেকে আজীবন এবং বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কারের সুপারিশ হয়েছে। পাশাপাশি তাকে সতর্ক করে দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম