শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের সিলেট বিভাগীয় পর্ব সম্পন্ন হয়েছে। সিলেট বিভাগীয় পর্বটি শাবিপ্রবির কেন্দ্রীয় অডিটরিয়ামে ২৩ ও ২৪ মার্চ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে চলচ্চিত্র উৎসবের সমন্বয়ক ফারিহা জান্নাত মীম এ বিষয়টি নিশ্চিত করেন।
ফারিহা জান্নাত মীম জানান, ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব গত ৫ মার্চ ঢাকায় শুরু হয়। যা ১১ মার্চ পর্যন্ত চলে। প্রথমবারের মতো এ চলচ্চিত্র উৎসবটি বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগীয় পর্বটি ২৩ ও ২৪ মার্চ শাবিপ্রবির কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে চিলড্রেনস ফিল্ম সোসাইটির সহযোগিতায় এ আয়োজনের সহ-আয়োজক হিসেবে ছিল শাবিপ্রবির চলচ্চিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটি। সিলেট বিভাগের সাথে সাথে একইদিনে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের জেলা শিল্পকলা একাডেমীতে। এর আগে গত ১৩ ও ১৪ মার্চ একই সময়ে খুলনায় ও বরিশালে হয়েছে। এরপর গত ২০ ও ২১ মার্চ রংপুর ও রাজশাহীতে সফলভাবে সম্পন্ন হয়েছে।
চলচ্চিত্র উৎসবের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির ইংরেজী বিভাগের অধ্যাপক ও চোখ ফিল্ম সোসাইটির উপদেষ্টা ড. হিমাদ্রী শেখর রায়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার জারীন তাসমিন আমিন, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা খালেদ হোসেন চৌধুরী, শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন, ইংরেজী বিভাগের অধ্যাপক শরীফা ইয়াসমীন, আইসিটি কার্যালয়ের সহকারী নিয়ন্ত্রক শাহিদা আক্তার, সিলেট বিভাগীয় উৎসবের আহ্বায়ক আকরাম হোসাইন ও বিভাগীয় উৎসবের সমন্বয়ক ফারিহা জান্নাত মীম প্রমুখ।
চলচ্চিত্র উৎসবের প্রথম দিন বুধবার বেলা ১১টায় শিশুরা উপভোগ করেন শিশুতোষ চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’। একইদিনে বেলা ২টা থেকে ভারতের ‘মাই ফাদার সুপারহিরো’, বিকেল চারটা থেকে রাশিয়ার ‘সুমো কিড ওরফে লিটল ওয়ারিয়র’ এবং সন্ধ্যা ৬টা থেকে ‘হীরক রাজার দেশে’ প্রদর্শিত হয়।
উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বেলা ১১টায় চীনের বিখ্যাত কার্টুন চলচ্চিত্র ‘কুংফু গার্ল’, দুপুর দুইটায় বিভিন্ন দেশের ৯টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এরপর বিকাল ৪টায় সুইজারল্যান্ডের চলচ্চিত্র ’প্রতিবেশী’ এবং সন্ধ্যা ৬টায় বাংলাদেশের চলচ্চিত্র ‘কাঁঠাল’ প্রদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই