ক্রনিক কিডনী রোগে আক্রান্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মজিবুর রহমান রুপকের চিকিৎসার্থে ৮০ হাজার টাকা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামের সামনে লোকপ্রশাসন অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি সহযোগী অধ্যাপক সামিউল ইসলামের হাতে এ টাকা হস্তান্তর করে সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, ক্রনিক কিডনী রোগে আক্রান্ত মজিবুর রহমান রুপকের কিডনী প্রতিস্থাপনে দেশের বাহিরে গিয়ে চিকিৎসা করাতে প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন। অসুস্থ রুপকের পরিবারের পক্ষে এতো টাকা ব্যবস্থা করা সম্ভব নয়। সবার মতো রুপকের চিকিৎসার্থে এগিয়ে আসে শাবিপ্রবির ‘কিন’। রুপককে চিকিৎসা সহায়তা প্রদান করতে কিন আয়োজন করে ‘কিন চ্যারিটি ফেস্ট-২২’। চ্যারিটি ফেস্ট কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় গত ২৭ ফেব্রুয়ারি টেন্ট স্থাপন করে ‘কিন’। যেখানে চ্যারিটি মাস্ক, পোস্টার, রিস্ট ব্যান্ড ও মুভি টিকিট বিক্রয় করার পাশাপাশি অনুদান সংগ্রহ করা হয়। এছাড়া কর্মসূচির প্রধান অংশ হিসেবে কিন আয়োজন করে তিনদিন ব্যাপী কিন চ্যারিটি মুভি ফেস্ট। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ মুভি ফেস্ট অনুষ্ঠিত হয়। কিনের এ চ্যারিটি ফেস্ট গত ৬ মার্চ পর্যন্ত অব্যাহত ছিল। সবমিলিয়ে চ্যারিটি ফেস্ট থেকে রুপকের চিকিৎসা সহায়তায় ৮০ হাজার টাকা সংগ্রহ করা হয়। যা আজ বৃহস্পতিবার লোক প্রশাসন অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতির কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, “আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত” এই মূলমন্ত্রকে সামনে রেখে ২০০৩ সালের ৩০শে জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করে অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’। শিক্ষা, রক্তদান কর্মসূচি, সামাজিক সচেতনতা, চ্যারিটি এন্ড এইড ও শীতবস্ত্র বিতরণ এই পাঁচটি মূল শাখা নিয়েই কাজ করে যাচ্ছে ‘কিন’।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন