জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, সুরা ফাতেহা পাঠ এবং দোয়া-মোনাজাত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে ফুলের শ্রদ্ধা নিবেদনের সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো ছাদেকুল আরেফিন, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইউম, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সহ-সভাপতি ড. বিজন কৃষ্ণ সাহা ও যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন চন্দ্র পালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপাচার্যসহ নেতৃবৃন্দ সুরা ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতাসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন। পরে তারা সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে উপাচার্য ও শিক্ষক সমিতির সভাপতি স্বাক্ষর করেন।
বিডি প্রতিদিন/এএম