দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘চাইনিজ কর্নার’ স্থাপন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের উপস্থিতিতে ভার্চুয়ালি এ কর্নারের উদ্বোধন করেন ‘কালচার অ্যান্ড এডুকেশন অ্যাফেয়ার্স, অ্যাম্বাসি অব চায়না, বাংলাদেশ’র কাউন্সিলর লিউয়েন ইউ।
উদ্বোধনকালে লিউয়েন ইউ বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এটি প্রথম চাইনিজ কর্নার। এই কর্নার উদ্বোধনের ফলে কালচারাল এক্সচেঞ্জের একটি সুযোগ তৈরি হলো।
এসময় বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ‘চাইনিজ কর্নার’র তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. সাহাবুল হক বলেন, এই কর্নারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চায়নার শিক্ষাব্যবস্থা ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেকে কিভাবে গড়ে তুলতে হবে, তা শিখতে পারবে।
‘চাইনিজ কর্নার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে পলিটিক্যাল স্টাডিজে বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিনের সভাপতিত্বে ও একই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফাখরুছ ছালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম।
বিডি প্রতিদিন/এমআই