জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেছেন, দলের আগে দেশ। এ আদর্শ নিয়েই সকলের কাজ করা উচিত। জাকের পার্টি এ আদর্শ নিয়েই কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার বিকালে সরকারি তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের উদ্যোগে "বেকারত্বের অবসান ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সরকারি তিতুমীর কলেজ শাখা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি রেজাউল করিম রেজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ড. সায়েম আমীর ফয়সল বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে। গবেষণা ও পাঠদান কার্যক্রম আন্তর্জাতিক মানের হতে হবে। শিক্ষায় কোনো ভাবেই পিছিয়ে থাকা যাবে না।
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, সৌভাগ্য কিংবা হতাশার, তা হলো বাংলাদেশের মোট ৮৫℅ মানুষের বয়স ৩৫ বছরের নিচে। উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন বিশাল জনগোষ্ঠীকে সামনে রেখে করতে হবে। যুবকদের অর্থনৈতিক মুক্তি কিভাবে সম্ভব তা বিবেচনা করতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল