বাঙালির অবিসংবাদিত নেতা শের ই বাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যু বার্ষিকী পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা ফজলুল হক হল প্রশাসন আজ বুধবার সন্ধ্যায় বাঙালির এই নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মিলাদ মাহফিলের আয়োজন করে।
হল প্রাধ্যক্ষ ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে মিলাদ মাহফিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. মো. একরাম হোসেন, সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ ড. মো. জাহাঙ্গীর হোসেন, তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ ডক্টর ফেরদৌসী মহল এবং প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক মো. জাহিদুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাঙালির অন্যতম এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার সম্পর্কের কথা স্মরণ করা হয়। প্রক্টর ড. আসাবুল হক শেরে বাংলা ফজলুল হক এর সামাজিক ও রাজনৈতিক অবদানের কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন।
এছাড়াও সভাপতির বক্তব্যে হল প্রাধ্যক্ষ ড. মো. হাবিবুর রহমান জাতির রাজনৈতিক সংকটকালে শেরে বাংলা ফজলুল হক ফজলুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক মানবতাবাদী আদর্শকে ধারণ করার জন্য সকলকে উৎসাহিত করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর