চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০০ জন অসচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে শাখা ছাত্রলীগ। এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের পক্ষে ছাত্রলীগের বিজয় অংশটি আর্থিক সহায়তা প্রদান করেছে।
এ বিষয়ে চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিজয় গ্রুপের নেতা মো. ইলিয়াস বলেন, বিশ্ববিদ্যালয়ে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের পাশাপাশি নিম্নবিত্ত এবং অসহায় পরিবারের সন্তানরাও পড়তে আসে। কিছু শিক্ষার্থী টিউশন করে নিজের খরচ জোগান দেয়। পার্টটাইম চাকরিও করে অনেকে পরিবারকেও সহযোগিতা করে।
তিনি বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা এমন ২০০ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছি। এদের মধ্যে যাদের বেশি অর্থ প্রয়োজন তাদের ৪ হাজার টাকা, আর যাদের একটু কম প্রয়োজন তাদের ৫০০ থেকে ২ হাজার টাকা করে আমরা প্রদান করেছি।
এর আগে এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের পক্ষ থেকে ছাত্রলীগের বিজয় অংশটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে।
বিডি প্রতিদিন/আবু জাফর