পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ভাসমান পথশিশুদের পাশে দাঁড়িয়েছে জাতীয় ছাত্র সমাজ। উপহার হিসেবে তুলে দিয়েছে নতুন জামা কাপড়। মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে এমন কর্মসূচি চালিয়েছে সংগঠনটি।
রবিবার সকালে রাজধানীর শহীদ মিনার এলাকায় পবিত্র ঈদ উপলক্ষে প্রায় দুই শতাধিক ছিন্নমূল শিশুদের মাঝে শহীদ মিনার এলাকায় ঈদের নতুন জামা কাপড় বিতরণ করেন তারা। নিজ হাতে নতুন জামা কাপড় পড়িয়ে দেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আল মামুন।
কর্মসূচি শেষে আল মামুন বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অবহেলিত এই সকল শিশুদের জন্য পথকলি ট্রাস্ট গঠন করেছিলেন। তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে জাতীয় ছাত্র সমাজ। আল মামুন বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দিক নির্দেশনায় প্রতিবারের ন্যায় এবারও পথশিশুদের পাশে দাঁড়িয়েছে জাতীয় ছাত্র সমাজ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আতাউল্লাহ আরিফ, কেন্দ্রীয় সদস্য শাহিদ, মিরাজুল ইসলাম রাজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্মিলিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিবুল্লাহ আল মোমেন।
বিডি প্রতিদিন/আবু জাফর