১৯ মে, ২০২২ ১৩:৩৪

এআইইউবি-তে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

এআইইউবি-তে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

এআইইউবি-তে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটিতে অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি)-এ ‘সেমিস্ট্রিয়াল প্ল্যান অফ অ্যাকশন-রেজিস্ট্রেশন বিভাগ’ শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মে এগ্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এআইইউবি’র প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এআইইউবি’র প্রশাসনিক কর্মকর্তাদের কর্মদক্ষতা উন্নয়নে এবং আসন্ন সামার সেমিস্টার যাতে সুচারুভাবে পরিচালিত হয়, সেই লক্ষ্যে এআইইউবি’র মানব সম্পদ বিভাগের উদ্যোগে দিনব্যাপী কর্মশালাটি আয়োজন করা হয়। এআইইউবির প্রশাসনিক বিভাগের বিভিন্ন দপ্তরের ২৩ জন প্রশাসনিক কর্মকর্তা উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি’র রেজিস্ট্রার পিউস কস্তা, অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মাদ খোরশেদ আলম এবং ডেপুটি রেজিস্ট্রার আসিফ পারভেজ প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির ভাইস চ্যান্সেলর ড. কারমেন জিটা লামাগনা। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর