বিট্রিশ শাসনামলে ১৯২১ সালের পহেলা জুলাই শিক্ষা কার্যক্রম শুরু করেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই হিসেবে আগামী পহেলা জুলাই ১০২তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে দেশের উচ্চশিক্ষার অন্যতম শীর্ষ এই প্রতিষ্ঠানটি। দিবসটি পালনে বিস্তারিত কর্মসূচি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ উপলক্ষ্যে সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভা অনুষ্ঠিত হয়। এতে এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘গবেষণা ও উদ্ভাবন : ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা’।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই সকাল ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশন এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হবে। এরপর কেন্দ্রীয় খেলার মাঠে “গবেষণা-প্রকাশনা মেলা” উদ্বোধন করা হবে। ঐদিন সকাল সাড়ে ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে “গবেষণা ও উদ্ভাবন: ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর এবং অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন