চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তিন বছর পরে চবি ছাত্রলীগ পেল ৪২৫ সদস্যের কমিটি। যেখানে শুধু সহ-সভাপতি পদে পেয়েছে ১১৮ জন।
রবিবার (জুলাই ৩১) মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে ৪২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে ১১৮ জন সহ-সভাপতি, ১২ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। এর আগে ২০১৯ সালের ১৪ জুলাই চবি শাখা ছাত্রলীগের দুই সদস্যর কমিটি ঘোষণা করা হয়। তিন বছরের বেশি সময় পর বর্তমান কমিটি পূর্ণাঙ্গ করা হলো।
২০০৬-০৭ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের রেজাউল হক রুবেলকে সভাপতি এবং মার্কেটিং বিভাগের (১৯ ব্যাচ) ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি রেজাউল হক রুবেলের সাথে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল-আমিন রিমন। এছাড়া সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সাথে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাজু মুন্সী।
সহসভাপতি পদে রয়েছেন মো. আল-আমিন রিমন, নাসির উদ্দিন সুমন, প্রদীপ চক্রবর্তী দূর্জয়, নাজমুল হাসান সানি, রকিবুল হাসান দিনার, প্রীতম কর, মুজিবুর রহমান মুজিব, শায়ন দাস গুপ্ত, আবু বকর তোহা, মুহাম্মদ আবদুল মবিন, মইনুল ইসলাম রাসেল, মির্জা খবির সাদাফ, খালেদ মাসুদ রনি, সালাউদ্দিন মাহমুদ শাওন, মো. গোলাম মোস্তফা সুমন, নাহিদ আলম, নূর মোহাম্মদ আরজু, খন্দকার রফিক, সাইফুল ইসলাম সুমন, কে এম রোমেল হোসেন, জাহিদুল ইসলাম, এনায়েত উল্লাহ তাহসীন, সৈকত দত্ত, আবু বক্কর চৌধুরী, মোফাজ্জল হায়দার ইবনে, হোসাইন মোফা, মো. সবুজ মিয়া, শ্রী শিমুল বিশ্বাস, জাহিদুল হাসান সাব্বির, মিজানুর রহমান খান শ্রাবন, এখলাস উদ্দিন শোভরাজ, নেছারুল করিম, আমরুল আমিন আরাফাত, মিজানুর রহমান শাইখ, নজরুল ইসলাম সবুজ, তাইফ আবেদিন তালুকদার, সামদানী রহমান জিকু, ইফরাতুল আলম পিটু, এস.এম. জাহেদুল আউয়াল, মনিরুজ্জামান বাবু, শরিফউদ্দিন শরীফ, আব্দুল্লাহ আল মামুন সুইট, এম মেহেদী হাসান, আবু ইয়াছিন নাহিদ, আবু সুফিয়ান, মো. সাব্বিরুল ইসলাম, সাদেক হোসেন টিপু, মোস্তফা মামুন, মাহমুদুল হাসান শাওন, জহিরুল ইসলাম দিপু, জয়দেব মণ্ডল, নাজমুস সাকিব তানজিল, সৈয়দ মো. জাহিদুল ইসলাম, আল ফয়সাল খান, সন্দীপ বিশ্বাস, সৈয়দ আমিন হোসেন, ওসমান গণি, আহমাদ আলী, ফাল্গুনী দাশ, আহমদ নূরে সাদি, আবরার শারিয়ার, আবু তৈয়ব মো. মুহতাসিম জাহিন, এমাদ উদ্দীন, শেখ আহম্মদ, আবির ইকবাল, শাহেদ লতিফ, মারুফ উদ্দীন রোকন, মো। সাদ্দাম হোসাইন, ইবনুল নেওয়াজ, নুরুল হোসেন আলতাফসহ আরও ৪৯ জন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ