৭ আগস্ট, ২০২২ ১৫:৫৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধুর আইন ও মানবাধিকার’ শীর্ষক ওয়েবিনার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধুর আইন ও মানবাধিকার’ শীর্ষক ওয়েবিনার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধুর আইন ও মানবাধিকার’ শীর্ষক ওয়েবিনার

মুজিব শতবর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন বিভাগের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর আইন ও মানবাধিকার’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমান। ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক, বিভিন্ন দপ্তর প্রধান ও শিক্ষার্থীরা যুক্ত ছিলেন।

অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যায়নি। তিনি সাধারণ মানুষের সব রকমের অধিকার নিশ্চিত করেছেন সংবিধানের মাধ্যমে। আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী জীবন ধারণ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই সংবিধান অনুযায়ী চলতে হবে। তবেই বঙ্গবন্ধুর দেখানো পথে তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর