বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের ২২ টি বিশ্ববিদ্যালয়ে ‘গুচ্ছ’ পদ্ধতিতে ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘খ’ ইউনিটের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পেরে সন্তুষ্ট শিক্ষার্থীরা।
আগামীতে সকল বিশ্ববিদ্যালয় এক ছাতার নিচে ‘গুচ্ছ’ পদ্ধতিতে পরীক্ষায় অংশ নেবে আশা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এর আগে গত ৩০ জুলাই ‘ক’ ইউনিট এবং এর আগে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম