শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বিশেষ যোগ্যতায় গুচ্ছের পরীক্ষা ছাড়াই ভর্তির সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।
সোমবার থেকে ভর্তির আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি পরিশোধ করা যাবে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
শিক্ষার্থীদের বিশেষ যোগ্যতার বিষয়ে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত শিক্ষার্থীরা গুচ্ছের পরীক্ষা ছাড়াই সংশ্লিষ্ট বিষয়ে শাবিতে ভর্তির আবেদনের সুযোগ রয়েছে। তাদের জন্য আলাদা কোটা রয়েছে। তবে ‘সংশ্লিষ্ট বিষয়’ সম্পর্কে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত গণ্য হবে বলে তিনি জানান।
এদিকে, গত বছরের তুলনায় এ বছরের আবেদন ফি ১৫০ টাকা কমানো হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগ ব্যাতিত অন্য সকল বিভাগে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের অতিরিক্ত ৩০০ টাকাসহ মোট ৮০০ টাকা পরিশোধ করতে হবে।
এবারের ভর্তি প্রক্রিয়ায় গুচ্ছের ‘এ’ (বিজ্ঞান), ‘বি’ (মানবিক) ও ‘সি’ (বাণিজ্য) এই ৩টি ইউনিট অনুসারে হবে। গুচ্ছের ‘এ’ ইউনিট থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীরা সবগুলো ইউনিটে আবেদন করতে পারবে। আর গুচ্ছের ‘বি’ ও ‘সি’ ইউনিট থেকে উত্তীর্ণরা ‘বি’ এবং ‘সি’ এই দুই ইউনিটে আবেদন করতে পারবেন। এই তিন ইউনিটে শাবিতে আসন রয়েছে ১ হাজার ৬৬৬টি। এর মধ্যে ১০০টি আসন সংরক্ষিত রয়েছে বিভিন্ন কোটাধারী শিক্ষার্থীদের জন্য। বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ভুক্ত। এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কোটাসহ আসন রয়েছে ১ হাজার ৫১টি আসন। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো জন্য বি ইউনিট। কোটাসহ এই ইউনিটে আসন রয়েছে ৫৩৫টি। শাবিতে সি ইউনিট ব্যবসায় অনুষদের অধীন।
ইউনিটে কোটাসহ আসন রয়েছে ৮০টি। কোটায় সংরক্ষিত ১০০ আসনের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ২৮টি , ক্ষুদ্র নৃ-গোষ্ঠি/জাতিসত্ত্বা/হরিজন-দলিত কোটায় ২৮টি , প্রতিবন্ধী কোটায় ১৪টি, চা শ্রমিক সন্তানদের জন্য ৪টি, পোষ্য কোটায় ২০টি এবং বিকেএসপি কোটায় ৬ টি আসন বরাদ্ধ রয়েছে। রাশেদ তালুকাদার জানান, ভর্তির আবেদন করা যাবে বিশ্ববিদ্যালয়ের https://admission.sust.edu.bd এই ওয়েবসাইটে।
ৃলিংকে প্রবেশের পর হোমপেইজে তিনটি ক্যাটাগরি দেখা যাবে। এর মধ্যে গুচ্ছের পরীক্ষার্থীদের জন্য জিএসটি এপ্লিকেন্ট ক্যাটাগরিতে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর বিশেষ যোগ্যতায় ভর্তির আবেদনকারীদের জন্য ‘নন জিএসটি’ ক্যাটাগরিতে ক্লিক করে যথাযথ শর্ত পূরণ করতে হবে।
হোমপেইজে আরেকটি ক্যাটাগরি রয়েছে হেল্পডেস্ক নামে। ভর্তির আবেদন সংক্রান্ত কোনো জটিলতা বা প্রশ্ন থাকলে সেখান থেকে জানা যাবে বলে তিনি জানান। গুচ্ছের পরীক্ষায় উত্তীর্ণরা শাবিতে আবেদনের পর ভর্তির জন্য যোগ্য শিক্ষার্থীদের তালিকা বা র্যাংকিং প্রকাশ করা হবে।
এরপর র্যাংকিং অনুসারে শিক্ষার্থীদেরকে মোবাইল মেসেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিন তারিখ জানানো হবে। সেই তালিকা ভর্তির ওবেসাইটে যথাযথসময়ে প্রকাশ করা হবে। পরবর্তীতে ভর্তির দিন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে।
ভর্তির সময় তাদের ডোপটেস্ট করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, সব শিক্ষার্থীকে ডোপ টেস্টের মাধ্যমে ভর্তির সুযোগ ও ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে। এবার শিক্ষার্থীরা অল্প টাকায় আবেদন করতে পারবে। ভর্তিচ্ছুরা শুধুমাত্র ভর্তির দিন আসলেই হবে, ভর্তি প্রক্রিয়ার বাকি কাজগুলো ঘরে বসেই করতে পারবেন।
বিডি প্রতিদিন/আরাফাত