জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইটি সোসাইটির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং Brain Child Season 1 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আইটি সোসাইটির মেন্টর অধ্যাপক ড. উজ্জল কুমার আচার্যের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টরসহ সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Brain Child Season 1 এর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সৌরভ চন্দ্র দাসের প্রজেক্ট গ্রীন ডক্টর এবং প্রথম রানার্সআপ হয়েছেন মেহেদী হাসান ও নিশাত মাহমুদের প্রজেক্ট ই-কমপ্লাইন্ট। এছাড়াও, ২য় রানার্সআপ হয়েছেন জাহাঙ্গীর হোসাইন ও শাহরিয়ার রুদ্রের প্রজেক্ট এক্সিলারেটর। এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল