‘নবান্নের নতুন ধানে, হাসি ফুটুক সকল প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সীমিত আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী ‘নবান্নোৎসব ১৪২৯’।
বুধবার বিকালে চারুকলা বিভাগ প্রাঙ্গণে শিক্ষক -শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে এই উদযাপন করা হয়।
আয়োজনের শুরুতে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরদের বাঁশি ও একতারাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের ঐক্যতান ও পিঠাপুলির গন্ধে ভরে যায় পুরো চারুকলা বিভাগ। চিরচেনা গ্রামীণ উৎসবের আমেজ নেয় চারুকলা প্রাঙ্গণ। এরপর নাচ-গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে স্বাগত জানানো হয় নবান্নকে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বরণ করা হয় গ্রামীণ জনপ্রিয় বিভিন্ন পিঠা-পুলি দিয়ে।
এসময় শিক্ষার্থীরা নিজেদের তৈরি নানা রকমের পিঠাপুলির পসরা সাজিয়ে গ্রাম- বাংলার ঐতিহ্যে নিজেদের সাজিয়ে তুলেন রংবেরঙের সাজে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ