আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর অফিস অব স্পোর্টস এর উদ্যোগে ১১ দিনব্যাপী এআইইউবি ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২২ এর আয়োজন করা হয়েছে।
গত ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এআইইউবির ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড লামাগনা ইনডোর গেমস এর শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন এআইইউবি’র ডিন, বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী। শিক্ষার্থীদের বিনোদনের জন্য আয়োজিত ইনডোর গেমসে দাবা, ক্যারাম, বিলিয়ার্ড, ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেবিল টেনিস, টেনিস, লুডু, হ্যান্ডবল ও ভলিবল উল্লেখযোগ্য।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন