রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুমা) দ্বিতীয় সম্মিলন শুরু হয়েছে। বৃহস্পতিবার দুইদিনব্যাপী এই সম্মিলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম, অধ্যাপক হুমায়ুন কবীর ও রুমার উপদেষ্টা অধ্যাপক মীজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক হুমায়ুন কবীর চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বর্তমান বিশ্বে মার্কেটিং একটি চাহিদাসম্পন্ন বিভাগ। বাজার অর্থনীতি বিকাশের সাথে সাথে এই বিভাগের চাহিদা বাড়ছে। এই বিভাগ সামগ্রিকভাবে দক্ষ জনসম্পদ গড়ে তুলতে বিশেষ অবদান রেখে চলেছে। প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত ক্ষেত্রে সাফল্য এই বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। এই অ্যালামনাই সম্মিলন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের যোগসূত্র গভীর করা ছাড়াও বিভাগের উন্নয়নে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এসময় অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ