গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় উন্মুক্ত ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম শনিবার জানান, উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্টআপের উন্মুক্ত ক্যাটাগরিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি তাদের উদ্ভাবনী প্রজেক্ট ও ডিজিটাল সেবা প্রদর্শন করেন।
বিডিইউ’র আইসিটি ইন এডুকেশন ও ইন্টারনেট অব থিংস প্রোগ্রামের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক প্রজেক্ট Inclusive Edu-Tech, অনলাইন ভিত্তিক শিক্ষা সহায়ক প্রজেক্ট Digital Master মশাই, ডিম থেকে বাচ্চা ফুটানোর এনার্জি এফিশিয়েন্ট প্রজেক্ট Smart Egg Incubator, বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য Smart Flood Monitoring System, ট্রাফিক ও লাইট মনিটরিংয়ের জন্য Smart Street এবং গাড়ি পার্কিংয়ের জন্য Smart Garage প্রজেক্টগুলো প্রদর্শন করে উন্মুক্ত ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে।
১৬ এবং ১৭ নভেম্বর দুই দিনব্যাপী মেলায় প্যাভিলিয়ন ১, ২, ৩, ৪ এ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৪০টি উদ্ভাবনী প্রজেক্ট ও ডিজিটাল সেবা প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার বিকেলে শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জেলা প্রশাসক আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন।
শিক্ষার্থীদের এই সাফল্যে বিডিইউ কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/এমআই