শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। রবিবার দুপুরে বিশ্বিবদ্যালয়ের পরিবহন মার্কেটের দলীয় টেন্টে এই কম্বল বিতরণ করা হয়।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ছাত্রলীগ সর্বদা অসহায় মানুষের পাশে থাকে। তাই এই শীতের কষ্টও ভাগাভাগি করতে দরিদ্র মানুষের কাছে এই কম্বল বিতরণ করা হয়েছে। এমনকি কোন দরিদ্র শিক্ষার্থী চাইলে নিজ আইডি কার্ড দেখিয়ে এই কম্বল নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়া ছাত্রলীগ ক্যাম্পাসের অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় সর্বদা এগিয়ে আসতে বদ্ধপরিকর।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাস ও আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ২৫০ কম্বল বিতরণ করেছে শাখা ছাত্রলীগ।
অনুষ্ঠানে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ বিভিন্ন হলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত