জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলচ্চিত্র সংসদের সদস্যদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে চলচ্চিত্রগুলোর প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত হয়।
চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক নিলয় দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ।
এসময় চলচ্চিত্র সংসদের সভাপতি মো. আরাফাত ইসলাম আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন ও বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের অ্যালামনাইরা।
উল্লেখ্য, আমদের পর্দায় আমাদের ছবি শিরোনামের এই প্রদর্শনীতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৩ এ পুরস্কারপ্রাপ্ত ‘কৃষ্ণপক্ষ’-সহ মোট ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শর্টফিল্ম প্রদর্শিত হয়।
বিডি প্রতিদিন/এমআই