শিরোনাম
৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৫৮

‘ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে’

দিনাজপুর প্রতিনিধি

‘ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে’

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ এর ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান অনুষদের নবীন বরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হাবিপ্রবির অডিটোরিয়াম-১ এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। নবীন বরণে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।

বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দা জাহানারা আফরোজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অনুষদের সকল বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রসায়ন বিভাগের প্রফেসর ড. বলরাম রায়, প্রফেসর ড. মো. নাজিম উদ্দিন ও পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. সাইফুর রহমান।

নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের অন্যতম একটি সেরা বিদ্যাপীঠে তোমরা পড়াশোনার সুযোগ পেয়েছ। এই সুযোগকে কাজে লাগাতে হবে। এখন তোমাদের প্রচুর স্বাধীনতা রয়েছে, বাবা মায়ের সার্বক্ষণিক গাইডেন্স নেই। তাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে তোমাদের নিজস্ব চিন্তা চেতনার প্রয়োগ ঘটাতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কো-কারিকুলাম কার্যক্রমের সাথে নিজেকে যুক্ত করতে হবে। ভালোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে অনেক খারাপ জিনিসও সামনে আসবে। ছাত্রজীবনে ভাল জিনিসগুলোকে গ্রহণ এবং খারাপগুলোকে বর্জন করতে হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর