৭ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:০৭

শাবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

শাবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে 'এ' ইউনিটের এবং দুপুর দুইটায় 'বি' ও 'সি' ইউনিটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শুধু শিক্ষিত হওয়া বা ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয়, তোমাদেরকে প্রকৃত মানুষ হতে হবে। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পর ভাল মানুষ হতে না পারলে, মানবিক হতে না পারলে শিক্ষার কোন মূল্য নেই। এসময় শিক্ষার্থীদের প্রকৃত দেশপ্রেমিক হয়ে দেশের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান উপাচার্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, সকল অনুষদের ডিন ও বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ। 


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর