৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'গাঁজার গুরু' আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'গাঁজার গুরু' আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাঁজার গুরু খ্যাত মনসুর খান (৮৭) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই আটককৃতের বাড়ি ময়মনসিংহ জেলার নেত্রকোনা উপজেলার দূর্গাপুরে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে  আধা কেজি গাঁজা উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা।

এর আগে গত বছরের ১ ফেব্রুয়ারি একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন এলাকা থেকে তাকে পাকড়াও করে পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই ঘটনায় এক সপ্তাহ জেল খেটে ছাড়া পান বলে গণমাধ্যমকে জানান আটককৃত মনসুর খান।

মনসুর খান গাঁজা বহনের কথা স্বীকার করে বলেন, 'আমি কলমা থেকে গাঁজা আনছি। তবে বিক্রির উদ্দেশ্য না আমি নিজে সেবনের জন্য। আমি অসুস্থ থাকি, গাঁজা না খাইলে সুস্থ হইনা। নিজের অসুস্থতার জন্য আমি গাঁজা খাই।'

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'আমরা প্রথমে ছবি চত্বর এলাকায় তাকে শনাক্ত করি। এরপর জিজ্ঞেস করলে প্রথমে অল্প পরিমাণে গাঁজা সঙ্গে থাকার কথা তিনি স্বীকার করেন। এসময় তাকে আরো জিজ্ঞাসাবাদ করলে হঠাৎ করে দৌঁড় দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তার কাছ থেকে প্রায় আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে বিশ্ববিদ্যালয় এরিয়ায় এতো বড় গাঁজার চালান কখনো পাইনি।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'ঘটনাটি কখন ঘটেছে এ সম্পর্কে আমি অবগত না। এ সম্পর্কে খোঁজ নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে এধরনের কাজ করে থাকলে ব্যবস্থা নেয়া হবে।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, 'একজন বৃদ্ধ মাদক বিক্রেতাকে ধরার কথা শুনেছি। আমরা ইতিমধ্যে পুলিশের সাথেও কথা বলেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।'

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর