বর্ণাঢ্য আয়োজনে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্প্রি সেমিস্টার-২০২৩ সালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীবরণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটিস্থ স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে শিক্ষার্থীদের একুশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় পড়ালেখার পাশাপাশি নানামুখী দক্ষতা অর্জনের ওপর জোর দেন বক্তারা। তারা বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রযুক্তির জ্ঞান জরুরি। তবে সেই সঙ্গে সততা ও মানবিক মূল্যবোধও অর্জন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার (অব.) প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, বিশ্ববিদ্যালয় হলো শিক্ষার্থীদের দ্বিতীয় জীবনের পর্যায়। আর পিতা-মাতার পর সবচেয়ে বেশি আপনজন এখানকার শিক্ষকবৃন্দ। তাই আগামী চার বছর শিক্ষকদের থেকে জ্ঞান নিয়ে পিতা-মাতার জন্য ‘বেস্ট উপহার’ হয়ে উঠতে হবে। এ সময় মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন গুণাবলী মানুষ হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
এতে আরও বক্তব্য রাখেন ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার (অব.)।
বিডি প্রতিদিন/এমআই