বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ডা. আসমা আফরোজ। সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধান করেন কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব লে. কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহমেদ।
ক্রীড়া প্রতিযোগিতায় চারটি হাউসের মধ্যে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুরুতে ছিল ক্রীড়া সংগীতের তালে বর্ণিল নৃত্য পরিবেশনা ও মনোজ্ঞ কুচকাওয়াজ। হলদে পাখি, কাব স্কাউট বয়েজ, কাব স্কাউট গার্লস, বয়েস স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি পুরুষ, বিএনসিসি মহিলা, নৌ ও এয়ার স্কাউট পুরুষ-মহিলা, হাউস প্যারেড সমন্বয়ে বিভিন্ন ইউনিট প্রতিষ্ঠানের নিজস্ব বাদকদলের ব্যান্ডের তালে তালে সুশৃঙ্খল কুচকাওয়াজ প্রদর্শন করে। প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক ছাত্রীর পরিবেশনায় প্রদর্শিত হয় মনোমুগ্ধকর ফিল্ড ডিসপ্লে।
আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুদরত-ই-খুদা হাউস এবং রানার আপ হয় শের এ বাংলা হাউস।
বিডি-প্রতিদিন/বাজিত